Bangal Press
ঢাকাTuesday , 21 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট
November 21, 2023 8:58 am
Link Copied!

নড়াইলের সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়ন্ত ভদ্র জয় (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত জয়ন্ত ভদ্র জয় কে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-মাইজপাড়া সড়কের হাজীর বটতলায় এ হামলার ঘটনা ঘটে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, জয়ন্ত ভদ্র জয় ও শরিফুল ইসলাম নামে তার এক সহযোগীকে নিয়ে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। নড়াইল-মাইজপাড়া সড়কের হাজীর বটতলা নামক স্থানে পূর্ব থেকে উৎত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে জয়ন্ত কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। 
পরে স্থানীয়রা আহত অবস্থায় জয়ন্ত কে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, দলের মধ্যে কোন্দলের জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।