Bangal Press
ঢাকাTuesday , 21 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ফজরের নামাজ পড়া হলো না নুরুলের, সড়কে গেল প্রাণ

ডেস্ক রিপোর্ট
November 21, 2023 7:27 am
Link Copied!

নুরুল হক বাচ্চু মিয়া (৫৮) মসজিদে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। কিন্তু সুবহে সাদিকে মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিতে পারেননি তিনি। মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।
সোমবার (২০ নভেম্বর) ভোরে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হক বাচ্চু মিয়া উপজেলার চরজুবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল লতিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হন বাচ্চু মিয়া। চরজব্বার-সোনাপুর নোয়াখালী মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তার রক্তাক্ত দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভোরে অজ্ঞাত কোনো গাড়ি ওই মুসল্লিকে চাপা দিয়ে চলে যায়। খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে। পরিবারের লোকজন লিখিত অনুরোধ করায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।