Bangal Press
ঢাকাTuesday , 21 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কোস্টগার্ডের অভিযানে ৪ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার

ডেস্ক রিপোর্ট
November 21, 2023 1:15 pm
Link Copied!

বরগুনার পাথরঘাটায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ জালের বাজার মূল্য ১ কোটি ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামান এর নেতৃত্তে পাথরঘাটার নিশানবাড়িয়া ঘাট, কালমেঘা, রুপধন, নলী, বাইনচুটকি, মাঝেরচর, কাকচিরা সংলগ্ন বিষখালী নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে ৪ লক্ষ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় অবৈধ জাল ব্যবহারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাল মৎস্য বিভাগ পাথরঘাটার সাথে সমন্বয় করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১ নভেম্বর ২০২৩ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত সর্বমোট ০৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের আমাদের অভিযান অব্যাহত রয়েছে।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।