বরগুনার পাথরঘাটায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ জালের বাজার মূল্য ১ কোটি ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামান এর নেতৃত্তে পাথরঘাটার নিশানবাড়িয়া ঘাট, কালমেঘা, রুপধন, নলী, বাইনচুটকি, মাঝেরচর, কাকচিরা সংলগ্ন বিষখালী নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে ৪ লক্ষ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় অবৈধ জাল ব্যবহারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাল মৎস্য বিভাগ পাথরঘাটার সাথে সমন্বয় করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১ নভেম্বর ২০২৩ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত সর্বমোট ০৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
শাকিল/সাএ