রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৮টা ৩৫ মিনিটে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানান তিনি।
আশরাফুল/সা.এ.
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।