Bangal Press
ঢাকাTuesday , 21 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে অর্ধ শতাধিক দোকানপাট উচ্ছেদ, কোটি টাকার জমি দখলমুক্ত

ডেস্ক রিপোর্ট
November 21, 2023 4:05 pm
Link Copied!

ঢাকার ধামরাইয়ে সরকারি খাস জমিতে নির্মিত প্রায় অর্ধ শতাধিক দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এ অভিযানে কয়েক কোটি টাকার অবৈধ জায়গা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের কালামপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট হোসাইন মোহাম্মদ হাই জকী।
ধামরাই উপজেলা প্রশাসন জানান, ভালুম আতাউর রহমান খাস স্কুল অ্যান্ড কলেজের আওতা ভুক্ত জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা দোকান পাট নির্মান করে ভোগ দখল করে আসছিল। ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ওই সম্পত্তি নিজেদের বলে দাবি করেন। কলেজ থেকে পূর্বে প্রতিটি দোকান মালিককে কলেজ কর্তৃপক্ষ নোটিশ প্রদান করলেও দোকান মালিকগন কোন প্রকার কর্ণপাত করেন নি। তাই আজ সরকারি খাস জমি উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
দোকান মালিক গিয়াস উদ্দিন ও আতিকুর রহমান বলেন,  আমাদের আগে কোন নোটিশ দেন নি। না দিয়েই অভিযান চালিয়ে দোকান ভেঙে দেওয়া হয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ নোটিশ প্রদান করেছেন সে কথা অস্বীকার করেন দোকান মালিক পক্ষ।
ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, কিছু লোক প্রতিষ্ঠানের জায়গা দখল করে দোকান পাট নির্মাণ করে ভোগ দখলে ছিল। একাধিক বার প্রতিষ্ঠান থেকে দখলদারদের নোটিশ করা হয়েছে। কিন্তু তারা কোন প্রকার কর্ণপাত করেন নি।  আজ প্রশাসন অভিয়ান চালিয়ে দোকান উচ্ছেদ করে প্রতিষ্ঠানের জায়গা দখল মুক্ত করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, যেখানে সরকারি সম্পত্তি বেদখল আসে সেখানে অভিযান চালানো হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পুলিশ মোতায়েন ছিল।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।