Bangal Press
ঢাকাThursday , 23 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ আহত-৮

ডেস্ক রিপোর্ট
November 23, 2023 2:21 pm
Link Copied!

মেহেরপুরের গাংনীতে ভুট্টা বোঝায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ০৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে গাংনী পৌর এলাকার চৌগাছার দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো, গাংনী উপজেলার কাথুলী গ্রামের মামুনের স্ত্রী শাবানা খাতুন(৩৫), কুল বাড়িয়া গ্রামের আকলেচুরের স্ত্রী খাদিজা খাতুন(৪৮),ধলা গ্রামের রকিবের ছেলে নাঈম(১৬), মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের আনিস আলীর ছেলে আশরাফুল ইসলাম(২৬), একই এলাকার মৃত আকছের ছেলে ভোলা(৪৮), মৃত রফিকের ছেলে আসাদুল(৪০), মৃত মুরাদের ছেলে সাজেদুল(৫০) ও কুষ্টিয়া শহর এলাকার হাসিবের ছেলে নাঈম(২৪)।
স্থানীয়রা জানান, গাংনী বাজার থেকে একটি লেগুনা ছেড়ে কাথুলি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝা ট্রাক দাঁড়িয়ে থাকা লেগুনাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই লেগুনাটি দুমড়ে মুছড়ে ও ভুট্টা বোঝার ট্রাক রাস্তার মাঝখানে উল্টিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক হাবিবুর রহমান জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আসাদুলের অবস্থা আশঙ্কা চালক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।