Bangal Press
ঢাকাSunday , 3 December 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জবিতে বিএনসিসি আন্ত: প্লাটুন ডিল প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট কর্তৃক আন্ত:প্লাটুন ২০২৩ ডিল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২রা ডিসেম্বর) বিজ্ঞান অনুষদের মাঠে এই ডিল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পিইউও আতিয়ার রহমান, পিইউও সাজিয়া আফরিন, পিইউও আবু হানিফ সরকার সহ সাবেক এবং বর্তমান ক্যাডেটবৃন্দ।
এই প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসির ৬টি প্লাটুন অংশগ্রহণ করেন। এতে ৩ নং এবং ৪ নং প্লাটুন যৌথভাবে প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ঠ প্লাটুন হিসেবে নিবার্চিত হয় । শ্রেষ্ঠ কমান্ডার হিসেবে নির্বাচিত হয় ১ নং প্লাটুন এর ক্যাডেট কর্পোরাল কে.এম যোবায়ের নোমান।
জবি বিএনসিসির অফিসার ইনচার্জ পিইউও আতিয়ার রহমান তার বলেন, জগ্ননাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি তার সর্বোচ্চ চেষ্টা করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকবে। নতুনরা কর্মে ও দক্ষতায় বিএনসিসি জবি প্লাটুনকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। বিএনসিসি বিশ্ববিদ্যালয়ের কাজে সব সময় পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে ।
তিনি আরও বলেন, সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিজেদের মান উন্নয়ন করতে পারেন। রেজিমেন্ট ক্যাম্পিং, সেন্ট্রাল ক্যাম্পিংসহ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে বিএনসিসি গার্ড অব অনার কার্যক্রমে নেতৃত্ব দিয়ে থাকে। আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।