Bangal Press
ঢাকাTuesday , 5 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সারবীজ বিতরণ

Link Copied!

রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) থেকে: নওগাঁর ধামইরহাটে ৪হাজার ৯শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে রবি/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উচ্চ ফলনশীল (উফসী ও হাইব্রিড) জাতের বোরো জাতের ধান বীজ ও সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
এ কর্মসূচীর আওতায় উপজেলার ৪হাজার ৯শত জন কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল জাতের ধানবীজ ৫কেজি এবং ডিএপি এবং এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়। এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. আসমা খাতুন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অভিজিত কুমার কুন্ডু, সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন, উপসহকারি কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বী, উপসহকারি কৃষি কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ।
 সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।