Bangal Press
ঢাকাTuesday , 30 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

‘খাদ্যমন্ত্রী চালকলের মালিক আর বাণিজ্যমন্ত্রী ব্যবসাপ্রতিষ্ঠানের’

Link Copied!

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কাস পাটির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, খাদ্যমন্ত্রী চালকলের মালিক আর বাণিজ্যমন্ত্রী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। সর্ষের মধ্যেই ভূত থাকলে ভূত ছাড়াবো কীভাবে। এটা আমার কথা নয়, আওয়ামী লীগের শিল্পমন্ত্রীর কথা।

নাটোরে জাতীয় কৃষক সমিতির দুদিনব্যাপী সপ্তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার (৩০ মে) বিকেলে মেনন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি কী হলো বা দেশের সংসদে কী হলো তা নিয়ে দেশের কৃষকদের চিন্তা নেই। কৃষক চায় তার উৎপাদিত পাট, আখ, ধান ও সবজির ন্যায্য দাম। তারা চায় সার, ডিজেল, কীটনাশক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে।

মেনন বলেন, দিনাজপুর ঠাকুরগাঁসহ দেশের বিভিন্ন জায়গায় অনেক বার প্রয়োজনে কৃষক বিদ্রোহ হয়েছে। আবার নতুন সময় আসছে দেশের কৃষকদের মাজায় গামছা বেঁধে সোজা হয়ে দাঁড়াতে হবে।

পৌর শহরের কানাইখালি পুরাতন বাস টার্মিনালে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশের ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা নূর আহম্মেদ বকুল, নাটোর জেলা সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

রেজাউল করিম রেজা/এসজে/এএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।