Bangal Press
ঢাকাTuesday , 30 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে হিস্টিরিয়া রোগে আক্রান্ত নার্সিং কলেজের ২০ ছাত্রী

Link Copied!

পটুয়াখালীর জহির মেহেরুন নার্সিং কলেজের ২০ ছাত্রী হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়েছেন। তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৯ মে) রাত থেকে পৌর শহরের কলাতলা এলাকায় অবস্থিত নার্সিং কলেজের শিক্ষার্থীরা একে একে অসুস্থ হতে থাকনে।

শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার পরই একটি ছাত্রী হোস্টেল তিন তলায় গ্যাস ছড়িয়ে পড়ে। ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা নিচে নামতে থাকলে গ্যাসের তীব্রতা আরও বাড়ে। এতে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. আফতাব উদ্দিন খান ক্যাম্পাসনিউজকে বলেন, ‘শিক্ষার্থীরা হিস্টিরিয়া রোগে আক্রান্ত। এটা ভয়ের কারণেও হতে পারে। দ্রুত সময়ের মধ্যে তারা সুস্থ হয়ে যাবেন।’

জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন সুলতানা ক্যাম্পাসনিউজকে বলেন, ‘আমি গ্যাসের গন্ধের খবর পেয়েছি। সন্ধ্যার পর হোস্টেলের সামনে দেখি ভিড়। আমি ওপরে উঠতে গিয়ে গ্যাসের গন্ধ পাই এবং শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়তে দেখি। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে।’

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। তিনি ক্যাম্পাসনিউজকে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুস সালাম আরিফ/এসজে/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।