Bangal Press
ঢাকাTuesday , 30 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

এডিসের লার্ভা পাওয়ায় দুই লাখ টাকা জরিমানা

Link Copied!

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান চলমান রয়েছে। গত ২৯ মে থেকে শুরু হওয়া বিশেষ অভিযান চলবে ৫ জুন পর্যন্ত।

মঙ্গলবার (৩০ মে) ডিএনসিসির অঞ্চল-৩ এর আওতাধীন গুলশান-২ এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করেন। এসময় এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করেন তিনি।

ডিএনসিসির আওতাধীন অন্যান্য অঞ্চলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডিএনসিসির মশক কর্মীদের পাশাপাশি বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সদস্যরাও মাঠে নেমেছে। এছাড়াও সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণ ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।

এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যাপক প্রচারণার জন্য দশটি অঞ্চলে দশটি প্রচার টিম (ডেডিকেটেড পিআর) বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদেরকে সচেতন করে।

বুধবার (৩১ মে) সকালে রাজধানীর এয়ারপোর্টের কাওলা এলাকায় ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নেবেন।

এমএমএ/এমএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।