Bangal Press
ঢাকাWednesday , 31 May 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

স্পঞ্জের স্যান্ডেল পরে হাঁটার দিন

Link Copied!

ঘরে এমনকি বাইরেও স্পঞ্জ স্যান্ডেল পরার অভ্যাস অনেকেরই আছে। এই স্যান্ডেলগুলো খুবই আরামদায়ক, টেকসহ ও পাতলা ধরনের হয়। ফলে স্পঞ্জের স্যান্ডেল পরে হাঁটলে পা আরাম পায়।

যারা এ ধরনের স্যান্ডেল পরতে পছন্দ করেন, তারা চাইলে সারাদিন এই স্যান্ডেল পরে হাঁটাচলা করতে পারেন। কারণ আজ ফ্লিপ ফ্লপ (স্পঞ্জ স্যান্ডেল বা চপলকে বলা হয়) দিবস।

আরও পড়ুন: লিভার পরিষ্কার করবে যে পানীয়

জানলে অবাক হবেন, মানুষ হাজার হাজার বছর ধরে এ ধরনের স্যান্ডেল পরে আসছে। ইতিহাস অনুযায়ী, প্রাচীন মিশরীয়রা ৪০০০ খ্রিষ্ট পূর্বাব্দে প্রথম পরা শুরু করে এগুলো।

তারপর থেকে বিশ্বের সবাই স্যান্ডেল ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েন। সমুদ্র সৈকতে হাঁটা থেকে শুরু রে রোদের মধ্যে বাইরে ঘুরে বেড়ানো এমনকি ঘরের মধ্যেও পরে থাকার জন্য ভিন্ন ভিন্ন স্যান্ডেল ব্যবহার করেন কমবেশি সবাই।

আরও পড়ুন: ৪৩ বছর ধরে ম্যাচিং পোশাক পরছেন এই দম্পতি

যদিও স্পঞ্জের স্যান্ডেল পরতে অনেক আরামদায়ক। তবে বেশিক্ষণ তা পরে থাকাও উচিত নয়। কারণ এগুলো পাতলা ধরনের হওয়ায় পায়ের তলায় ঘা হতে পারে।

এছাড়া উপরের অংশ খোলা থাকার কারণে পায়ে ময়লা জমতে পারে। এমনকি সানবার্নও হতে পারে পায়ের ত্বকে।

সূত্র: ডে’স অব দ্য ইয়ার

জেএমএস/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।