Bangal Press
ঢাকাWednesday , 31 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ইয়াবাসহ বরখাস্ত কারারক্ষী গ্রেফতার

Link Copied!

পিরোজপুরের কাউখালী উপজেলায় ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম (৪৩) নামে বরখাস্ত হওয়া এক কারারক্ষীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা পাওয়া যায়।

বুধবার (৩১ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার জাহিদুল উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা। এর আগে মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

জেলা গোয়োন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ শাখার পরিদর্শক আসলাম উদ্দিন ক্যাম্পাসনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ির সামনে থেকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে ২৪ আগস্ট জাহিদুল কাউখালীতে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ নিজ বসত ঘর থেকে গ্রেফতার হয়েছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে বরিশাল ও ঝালকাঠিতে তিনটি মাদক মামলা আছে। ওই সব মামলায় তিনি চাকরি থেকে বরখাস্ত হন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন ক্যাম্পাসনিউজকে বলেন, ওই বরখাস্তকৃত কারারক্ষীকে ডিবি পুলিশ আটক করেছে। এ বিষয়ে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসজে/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।