Bangal Press
ঢাকাWednesday , 31 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আজ মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

Link Copied!

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। প্রথম দিন মাঠে নেমেছিল চারটি দল। এর মধ্যে নিউজিল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র এবং উজবেকিস্তানকে ০-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ইসরায়েল।

দ্বিতীয় রাউন্ডে আজ মাঠে নামবে মোট আটটি দল। চার ম্যাচে যে আট দল মাঠে নামবে, এর মধ্যে রয়েছে ফেবারিটরাও। স্বাগতিক আর্জেন্টিনা, অন্যতম ফেবারিট ব্রাজিল মাঠে নামবে আজ রাতে।

বাংলাদেশ সময় রাত ৩টায় নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বাগতিক আর্জেন্টিনা। সান জুয়ানের এস্টাডিও সান জুয়ান ডেল বেসেন্তেনারিও কোয়ার্টারে ওঠার লড়াই করবে তারা। অন্যদিকে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় লা প্লাতার এস্টাডিও ইউনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

তবে, আজকের দিনের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ইতালি। লা প্লাতার ম্যারাডোনা স্টেডিয়ামে দু’দলই হবে পরস্পর মুখোমুখি। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। অন্য ম্যাচটিতে রাত সাড়ে ১১টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে স্লোভাকিয়া।

আইএইচএস/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।