Bangal Press
ঢাকাWednesday , 31 May 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

২৯ বছর বয়সী বান্ধবীর সন্তানের বাবা হচ্ছেন ৮৩ বছরের অভিনেতা

Link Copied!

চতুর্থবারের মতো বাবা হচ্ছেন হলিউডের প্রবীণ তারকা আল পাচিনো। ‘পিপল’-এর প্রকাশিত প্রতিবেদনে জানা যাচ্ছে, ৮৩ বছর বয়সী এ অভিনেতার নিজেই খবর নিশ্চিত করেছেন।

প্রকাশিত সংবাদে আরও জানা গেছে, এক মাস পরই আল পাচিনোর বান্ধবী নুর আলফাল্লাহ জন্ম দেবেন অভিনেতার চতুর্থ সন্তানের। পেশায় সিনেমার প্রযোজক ২৯ বছর বয়সী নুর গত বছর এপ্রিল থেকে গডফাদার খ্যাত তারকা আল পাচিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। দীর্ঘ দিন ধরেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে হলিউডে অলিতে-গলিতে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কিংবদন্তি তারকা জর্জ মাহারিস আর নেই

তারকা আল পাচিনোর জ্যেষ্ঠ সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। তার মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট হলেন আল পাচিনোর সাবেক প্রেমিকা। এছাড়াও আরেক সাবেক প্রেমিকা বেভারলি ডি এঞ্জেলো যমজ সন্তান অ্যান্টন এবং অলিভিয়ার জন্ম দিয়েছেন আল পাচিনো।

১৯৯৭ থেকে ২০০৩ পর্যন্ত বেভারলি এবং আল পাচিনোর প্রেম ছিল। পাশাপাশি, প্রযোজক নুরও এর আগে একাধিক সম্পর্কে ছিলেন। তার প্রেমিকদের মধ্যে অন্যতম গায়ক মাইক জ্যাগার এবং ধনকুবের নিকোলাস বারগ্রুয়েন।

‘গডফাদার-২’-এ আল পাচিনোর সহ-অভিনেতা রবার্ট ডি নিরো ৭৯ বছর বয়সে স্বাগত জানিয়েছেন সপ্তম সন্তানকে। নবজাতকের মা টিফানি চেন বর্তমানে রবার্টের প্রেমিকা। সদ্যোজাত কন্যার নাম তারা দিয়েছেন জিয়া ভার্জিনিয়া চেন ডি নিরো। এবার প্রবীণ বয়সে পিতৃত্বকে স্বাগত জানিয়ে সহ-অভিনেতার পথে পা রাখতে চলেছেন আল পাচিনো-ও৷

আরও পড়ুন: ৮৩ বছর বয়সে থেমে গেল পপ গায়িকা টিনার কণ্ঠ

অশীতিপর এ অভিনেতা গডফাদার সিরিজ ছাড়াও অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’-সহ হলিউডের একাধিক বক্সঅফিস সফল সিনেমায়। সম্প্রতি তাকে দেখা গেছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’, ‘দ্য আইরিশম্যান’, ‘হাউস অব গুচ্চি’, ‘দ্য পাইরেটস অব সোমালিয়া’, ‘ড্যানি কলিন্স’-এর মতো সিনেমায়।

এমএমএফ/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।