Bangal Press
ঢাকাWednesday , 31 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে গুলির অভিযোগ

Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটের আঘাতে মো. হাফিজুর রহমান হাফি (৪০) নামে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৩১ মে) সকালে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের নাকারজান সীমান্ত এলাকার ৯৪০ এর ৬ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ভারত-বাংলাদেশের পাঁচ-সাতজনের একটি যৌথ চোরাকারবারি দল মাদক ও গরুর মাংস পাচারের উদ্দেশ্যে কাঁটাতারের বেড়ার পাশে যায়। তারা ঢিল ছুঁড়ে মাদক ও গরুর মাংসের পোটলা কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে পার করার চেষ্টা করেন। এ সময় ভারতীয় ১৩৮ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের অধীন সাবরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বাংলাদেশি যুবক হাফিজুর রহমান হাফি গুলিবিদ্ধ হন। সহযোগীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে অজ্ঞাত স্থানে চিকিৎসা দিচ্ছেন। তার পরিবারের লোকজন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন উর রশিদ ক্যাম্পাসনিউজকে বলেন, আমি একজনের জানাজা শেষে ঘটনাটি শুনলাম। এখন পর্যন্ত বিজিবি আমাকে কিছুই জানায়নি। আহত ওই ব্যক্তি গোপনে কোথায় চিকিৎসা নিচ্ছেন জানি না।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী ক্যাম্পাসনিউজকে বলেন, ওই সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে আছে।

ফজলুল করিম ফারাজী/এসজে/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।