Bangal Press
ঢাকাWednesday , 31 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ৭ হাজার টাকার জন্য হত্যা, প্রতিবেশীর মৃত্যুদণ্ড

Link Copied!

জয়পুরহাটে হত্যা মামলায় শাহিন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৩১ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহিন জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার মহব্বতপুর গ্রামের আলম খাঁর কাছ থেকে সাত হাজার টাকা ধার নেন প্রতিবেশী শাহিন। সেই টাকা ফেরত দেওয়ার জন্য ২০০৬ সালের ২০ মে রাতে আলমকে বাড়ি থেকে ডেকে শাহিন তার বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে শ্বাসরোধ করে বাড়ির পাশে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড 

এ ঘটনায় ক্ষেতলাল থানায় ৬ জনকে আসামিকে একটি হত্যা মামলা করেন তার স্ত্রী আনজুয়ারা। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে শাহিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মৃত্যুদণ্ডাদেশ আদেশ দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নীপেন্দ্রনাথ মণ্ডল জানান, মামলাটি আপোষের নামে টাকা নেওয়ার অপরাধে মামলার বাদী আনজুয়ারাকে পাঁচ বছর কারাদণ্ড দেন আদালত।

আরএইচ/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।