Bangal Press
ঢাকাWednesday , 31 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

গভীর সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল, ২১ জেলেকে জীবিত উদ্ধার

Link Copied!

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে মাছ ধরার ট্রলারে আটকেপড়া ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (৩১ মে) দুপুর ১২টায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা সবাই ভোলার মনপুরা থানার বাসিন্দা।

কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

আরও পড়ুন: ৩২ দিন সাগরে ভেসে বেঁচে ফেরার গল্প শোনালেন নজির মাঝি

তিনি বলেন, ১৬ মে এফভি জুনায়েদ নামক একটি ফিশিং ট্রলার মনপুরা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। একপর্যায়ে ট্রলারটি বিকল হয়ে ভাসতে থাকে সমুদ্রে। এরপর ৩০ মে ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা কোস্টগার্ড ও নৌবাহিনীকে তাদের উদ্ধারের জন্য বার্তা পাঠান।

আরও পড়ুন: গভীর সমুদ্রে ট্রলার থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করলো র‌্যাব

এসময় গভীর সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেননি জেলেরা। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ডের জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে সমুদ্রে উদ্ধার অভিযান চালানো হয়। এরপর বুধবার ট্রলারসহ ২১ জন জেলেকে গভীর সমুদ্রে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

কমান্ডার আব্দুর রহমান জানান, উদ্ধার জেলেদের ট্রলারটির মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএসএম/জেডএইচ/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।