Bangal Press
ঢাকাSunday , 4 February 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে ৪ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার 

Link Copied!

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০নং ওয়াড এ কুদাব এক বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে পূবাইল থানার ওসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান।
গ্ৰেফতার ডাকাতরা হলেন- ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার চরহাসাদিয়া গ্রামের মৃত- দুলালের ছেলে মোঃ ফারুক (৪২), ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার আকুয়া দক্ষিণপাড়া গ্রামের সাব্বির আলীর ছেলে সাগর আলী (৪১), শরীয়তপুর জেলার সখিপুর থানা জান শরীফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩০), শরীয়তপুর জেলা গোসাইরহাট থানার গরিবের চর কাজী কান্দি গ্রামের দাদন মিয়া সিকদারের ছেলে লোকমান (২৪)।
এ বিষয়ে ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এছাড়া ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য ডাকাত ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।