Bangal Press
ঢাকাSunday , 4 February 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ব্রিজে ফাটল, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

ডেস্ক রিপোর্ট
February 4, 2024 12:35 pm
Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক মাছপাড়া- কলিমহর সড়ক এ সড়কের পরানপুর গ্রামের মধ্যে দীর্ঘদিন আগে ১৯৮৫ সালে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল দীর্ঘদিনের পুরোনো ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় বড়ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে।
রবিবার সকালে ওই ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায় একটু ভারি কোন যানবাহন গেলেই দেবে যাচ্ছে,পাশেই রেলিং ভেঙ্গে পড়েছে, ব্রিজের নিচের দিকে গিয়ে দেখা যায় ভীম ভেঙ্গে গেছে, অটো চালকরাও যেতে ভয় পাচ্ছেন এমন অবস্থা। স্থানীয়রা ব্রিজের সামনে লাল কাপড় বেঁধে রেখেছে সতর্কতার জন্য।
স্থানীয়রা বলেন দীর্ঘদিন আগে এ ব্রিজ করা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এ সড়ক দিয়ে হাটবনগ্রাম, কলিমহর,কসবামাজাইল,শরিসা ইউনিয়নের একাংশের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম।
বিশেষ করে হাটবনগ্রামের বাজার সেখানে প্রতি শনি ও বুধবার ওই এলাকার সকল কৃষিপুন্যে ক্রয় বিক্রয় হয়, সকল মালামালের গাড়ি এ সড়ক দিয়ে যাতায়াত করে। স্থানীয়দের দাবি ব্রিজটি ভেঙ্গে পড়ার আগেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার বা বিকল্প কিছু করতে হবে, তা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।