Bangal Press
ঢাকাTuesday , 6 February 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসা দিবসের আগে ‘বিশেষ মানুষের’ নাম জানালেন অপু

Link Copied!

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বলেন, নিন্দুকরা আমায় সব সময় বলে, আমি শাকিব শাকিব করি। এসময় কোনো কথা না পেঁচিয়ে সরাসরিই অপু প্রশ্ন রেখে বলেন, আমি কেন শাকিব শাকিব করব না বলুন?
অধিকারবোধ থেকে অপু বলেন, আমি আর শাকিব দুজনেই ক্যারিয়ারে দুজনকে সাপোর্ট করেছি। আমার এ পর্যন্ত আসার পেছনে ওর অবদান অনেক।
 
তিনি আরও বলেন, শাকিব আমার সন্তানের বাবা। আমার আত্মবিশ্বাস আর নির্ভরতার আরেক নাম শাকিব। তাই আমি সব সময় শাকিব শাকিব করি। আসলে আমি  শাকিব ছাড়া অন্য নাম শিখিইনি।
একটু হেসেই অপু এসময় বলেন, আমি তো অন্য কারো নাম জড়াতে পারব না। নিন্দুকরা, দুঃখ হোক, কষ্ট হোক দয়া করে এটা মেনে নেবেন- শাকিব নামটাই আমার মুখে সবসময় থেকে যাবে।
অপু এমন সোজা সাপটা মন্তব্যে রহস্যের আভাস পাচ্ছেন নেটিজেনরা। কারণ মিডিয়ায় শাকিব-অপু দুজনেই একে অন্যের প্রতি ইতিবাচক মন্তব্য করছেন। যা শাকিব-অপুর সম্পর্ক আরও গভীরতার দিকেই ইঙ্গিত দেয়। তাই মিডিয়ায় রহস্য রেখে আবারও একে অন্যের প্রেমে পড়লেন কিনা, এখন সেটি জানার অপেক্ষাতেই দিন গুনছেন ভক্ত ও নেটিজেনরা।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।