Bangal Press
ঢাকাTuesday , 6 February 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে ঢুকে মিয়ানমারের বিদ্রোহীদের গুলি, আটক ২৩

ডেস্ক রিপোর্ট
February 6, 2024 10:23 am
Link Copied!

থামছে না মিয়ানমার সেনাবাহিনী ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ত্রিমুখী সংঘর্ষ। উল্টো বাড়ছে হামলা-পাল্টা হামলার ঘটনা। ফলে চলমান ত্রিমুখী সংঘর্ষে প্রাণ বাঁচাতে দেশটির ২২৯ জন সীমান্তরক্ষী বাংলাদেশে পালিয়ে এসেছেন।
পাশাপাশি সীমান্ত পেরিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলাদেশের গ্রামে ঢোকার চেষ্টা করেছে দেশটির বিচ্ছিন্নতাবাদী একটি সংগঠনের প্রায় অর্ধ শতাধিক বিদ্রোহীরা। তাদেরকে ধাওয়া করে গ্রামবাসী। তখন গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা। গ্রামবাসীরা চারটি আগ্নেয়াস্ত্রসহ ২৩ জন মিয়ানমারের বিদ্রোহীদের আটক করেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ২, ৩ ও ৫ নং ওয়ার্ডর রহমতের বিল গ্রামে তারা ঢোকার চেষ্টাকালে গ্রামবাসীর হাতে ধরা পড়ে।
এ বিষয়ে ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল্লাহ বলেন, ‘বিদ্রোহীরা যখন সীমান্ত পেরিয়ে গ্রামে ডুকে তখন আমরা তাদেরকে দেখি। এই কারণে তারা আমাদের গুলি করে। পরে আমরা তাদেরকে ধাওয়া করি।’
একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো. জাহেদ বলেন, ‘তারা গুলি করে পালানোর চেষ্টা করলে আমরা গ্রামবাসী তাদেরকে ঘিরে ফেলি। এ সময় আমরা ২৩ জনেকে আটক করতে পারলেও অনেকে পালিয়ে গেছে।’
পালংখালী ইউপি চেয়ারম্যান আবদুল গফুর বলেন, ‘গ্রামবাসীর সহযোগিতায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ২৩ জনকে চারটি আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। তবে তারা কোন সংগঠনের সঙ্গে জড়িত এখনও জানা যায়নি।’
তিনি আরও বলেন, ‘বিদ্রোহীদের এখানও একটি স্কুলে রাখা হয়েছে। সেখানে বিজিবি, পুলিশ ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত তারাই নেবেন।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘২৩ জনকে গ্রামবাসী আটক করেছে। আমরাসহ সেখানে আরও কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে। এ বিষয়ে পরে জানানো হবে।’সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।