Bangal Press
ঢাকাMonday , 12 February 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

এক বছরে কোরআনে হাফেজ ৯ বছরের আব্দুর রহমান

ডেস্ক রিপোর্ট
February 12, 2024 4:28 am
Link Copied!

নরসিংদীর রায়পুরায় ১ বছরে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন ৯ বছরের আব্দুর রহমান। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবক শিক্ষক শিক্ষার্থী এলাকাবাসী।
জানা যায়, আব্দুর রহমান উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের রামনগর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী। এখানেই তিনি ১০ মাসে নূরানী পড়ে ১ বছর ৩০ দিনে পবিত্র কোরআনের হিফজ শেষ করেছেন। আব্দুর রহমান বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের ব্যবসায়ী আবুল বাসারের ছেলে।
আব্দুর রহমান বলেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। দিনের খেদমতে যেন সুনাম অর্জন করতে পারি।’
মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল কাদির বলেন, ‘আব্দুর রহমান তার ঐকান্তিক প্রচেষ্টায় অল্প দিনে হিফজ সম্পন্ন করেছেন। তার সার্বিক উন্নতি কামনা করছি।’
মাদরাসার সভাপতি নাজির উল্লাহ ভুঁইয়া বলেন, ১৯৮১ সাল থেকে দক্ষতার সঙ্গে এলাকাবাসীর সহযোগিতায় নূরানি, খারজি, হেফজ এই তিনটি বিভাগ পরিচালিত হচ্ছে। এখানে ২ শতাধিক শিক্ষার্থী ৮-১০ জন দক্ষ শিক্ষক আছেন।বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।