Bangal Press
ঢাকাMonday , 12 February 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বিএন‌পি‌কে আরও ৫ বছর অপেক্ষা কর‌তে হ‌বে: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
February 12, 2024 9:47 am
Link Copied!

সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনে না আসার জন্য বিএনপির সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দলটির নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (১১ ফেব্রুয়া‌রি) রাজধানীর এক‌টি  হো‌টে‌লে এক অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসলে নির্বাচনের পর বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত হতাশ এবং তাদের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ। তারা যে আবার নির্বাচনের কথা বলছে, সে জন্য তাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে। নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার পর আবার নির্বাচন হবে।’
‘বিএনপির কর্মসূচি অন্য কিছু নয়। স্টার্ট বন্ধ হওয়া পুরনো গাড়ি স্টার্ট দেওয়ারই নামান্তর।’
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন-আইএমও কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশের নির্বা‌চিত হওয়ায় অনুষ্ঠা‌নের আয়োজন ক‌রে নৌ প‌রিবহন মন্ত্রণালয়।
আইএমও কাউন্সিলে বাংলাদেশের নির্বাচিত হওয়া সম্মান ও মর্যাদার উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এটি অন্য অনেক দেশের তুলনায় সমুদ্র বাণিজ্যে আমাদের এগিয়ে থাকার স্বীকৃতি।
তি‌নি বলেন, আইএমও কাউন্সিলে বাংলাদেশের নির্বাচিত হওয়া দেশকে সমুদ্র বাণিজ্য ক্ষেত্রে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থয়ী কমিটির সভাপতি  ড. এ কে আব্দুল মোমেন।বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।