Bangal Press
ঢাকাTuesday , 13 February 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে ওয়াজ মাহফিলের অনুমতি পেলেন মুফতি আমির হামজা

ডেস্ক রিপোর্ট
February 13, 2024 3:39 am
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধায় আলোচিত বক্তা মুফতী আমির হামজার ওয়াজ মাহফিলের অনুমতি মিলেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতার দাবি, জেলা প্রশাসনের অবহেলার কারণে এই অনুমতি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় লালমনিরহাটের হাতীবান্ধা হেলিপ্যাড মাঠে দিঘিরহাট নূরুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মাহফিল উপলক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালায় মাহফিল কমিটিরা। কিন্তু সোমবার সকালে প্যান্ডেলের কাজ বন্ধ করে দেয় প্রশাসন। 
মাহফিলের প্রধান অতিথি হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু জানান, প্রশাসনের গাফিলতির কারণে অনুমতি নিতে ত্রুটি হয়েছে। এর দায় ওয়াজ মাহফিলের আয়োজক কমিটি নেবে না। লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেনের প্রচেষ্টায় মৌখিক অনুমতি নেওয়া হয়েছে। সেই হিসেবে সকাল ১০টায় ওয়াজ মাহফিলে প্রধান বক্তা মুফতী আমির হামজা বক্তব্য রাখবেন। 
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম জানান, আমরা এখনো কোনো চিঠি পাইনি। তাই কিছু বলতে পারছি না। সকালে বিষয়টি জানাতে পারব।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে আমির হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। তার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। নেওয়া হয় পাঁচ দিনের রিমান্ডেও। দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় পর ২০২৩ সালের ৭ ডিসেম্বর জেল থেকে মুক্ত হন তিনি।বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।