রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দেওয়া মো. লিটন খাঁন (৩০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৩১ মে) নিজেকে এএসপি পরিচয় দিয়ে প্রতারণার সময় তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১ জুন) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।
তিনি জানান, র্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ভাওয়ারভিটি এলাকায় অভিযান পরিচালনা করে সহকারী পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা করা চক্রের এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে দুটি ভুয়া পুলিশ আইডি কার্ড, দুটি ল্যাপটপ, একটি সিডি ড্রাইভ, তিনটি হার্ডড্রিক্স, দুটি ভুয়া এনআইডি কার্ড, পেনড্রাইভ, তিনটি মডেম, মোবাইল ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তি প্রতারকচক্রের সক্রিয় সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে কেরাণীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় সাময়িক বাসা ভাড়া নিয়ে অবস্থান করে এবং পুলিশের এএসপি পরিচয় দিয়ে সাধারণ মানুষের মূল্যবান জিনিসপত্র প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিলেন।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
আরএসএম/এমকেআর/এমএস