Bangal Press
ঢাকাFriday , 2 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

আয়ারল্যান্ডকে গুটিয়ে প্রথম দিনই ইংল্যান্ডের দাপট

Link Copied!

৩৬ পেরোনো স্টুয়ার্ট ব্রডের বলে এখনও আগুন ঝরে। যাতে পুড়লো আয়ারল্যান্ড। লর্ডসে সিরিজের একমাত্র টেস্টে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড, আইরিশদের মাত্র ১৭২ রানে গুটিয়ে দিয়ে।

প্রথম ইনিংসে আইরিশদের জবাবে ১ উইকেটে ১৫২ রান তুলে দিন শেষ করেছে ইংল্যান্ড। ঝোড়ো ফিফটি করে আউট হয়েছেন জ্যাক ক্রলি। ৪৫ বলে ১১ বাউন্ডারিতে ৫৬ করেন এই ওপেনার।

ফিফটি পেয়েছেন আরেক ওপেনার বেন ডাকেটও। ৭১ বলে ৮ চারের সাহায্যে ৬০ রানে অপরাজিত আছেন তিনি। ২৯ রান নিয়ে অপরাজিত অলি পোপ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে স্টুয়ার্ট ব্রডের তোপে ১৯ রানেই ৩ উইকেট হারিয়েছিল আয়ারল্যান্ড। ওপেনার জেমস ম্যাককলাম অনেকটা সময় লড়াই করেন। ১০৮ বলে ৩৬ করেন তিনি।

এরপর পল স্টারলিং ৩০ আর কুর্তিস ক্যাম্ফার ৩৩ করে দলকে বড় লজ্জা থেকে বাঁচান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

৫১ রান খরচায় একাই ৫টি উইকেট নেন ব্রড। ৩৫ রানে ৩ উইকেট শিকার জ্যাক লিচের। ৩৬ রানে ২টি উইকেট নেন ম্যাথিউ পটস।

এমএমআর/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।