Bangal Press
ঢাকাFriday , 2 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে যাচ্ছেন বিজেপির তিন শীর্ষ নেতা

Link Copied!

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে যেকোনো সময়। তার আগেই রাজ্যে পা রাখবেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তিন শীর্ষ নেতা- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা।

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে প্রচারণা ও জনসংযোগে জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপি। মোদী সরকারের নয় বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে বাড়ি বাড়ি যাবেন বিজেপির প্রথম সারির নেতাকর্মীরা।

আরও পড়ুন>> হাসিনাকে যারা ক্ষমতা থেকে সরাতে চায় তাদের ভারতে ঢোকাচ্ছেন মমতা: শুভেন্দু

চলতি মাসে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে বিজেপির তিনটি বড় জনসভা হওয়ার কথা। ওই জনসভাগুলোতে যথাক্রমে নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডাকে হাজির করানোর পরিকল্পনা রয়েছে দলটির। যদিও জনসভার দিনক্ষণ ও স্থান এখনো ঠিক হয়নি।

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ১ জুন থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিজেপির সম্পর্ক অভিযান। কেন্দ্রীয় সরকারের নয় বছরপূর্তি উপলক্ষে ২০ থেকে ৩০ জুন বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি চলবে। নয় বছরে সাফল্যের কাজের খতিয়ান তুলে ধরা হবে সাধারণ মানুষের কাছে।

আরও পড়ুন>> এক টেবিলে তিন মুখ্যমন্ত্রী, বিজেপিবিরোধী জোটের ইঙ্গিত

তিনি আরও বলেন, আমরা আমাদের রাজ্যে তিনটি জনসভা করার প্রস্তাব দিয়েছি। সেগুলো হবে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গে। এ তিনটি সভায় থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডা।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা না হলেও ভারতীয় জনতা পার্টি নির্বাচন ঘিরে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারে পঞ্চায়েত নির্বাচনে কোন কোন বিষয়কে সামনে রেখে লড়াই করা হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পঞ্চায়েত নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির এই শীর্ষ তিন নেতার পশ্চিমবঙ্গ সফরে মানুষের নির্বাচনী আগ্রহ আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন>> কর্ণাটকে ধরাশায়ী বিজেপি, বড় জয় কংগ্রেসের

ডিডি/কেএএ/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।