Bangal Press
ঢাকাFriday , 2 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ভাতিজাদের মারধরে চাচার বিষপান

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভাতিজাদের মারধরে অভিমান করে শাহজাহান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কেনা গ্রামের শাহজাহান মিয়ার সঙ্গে তার ভাতিজা মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আউশ মিয়া, গিয়াস মিয়া ও সুজন মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ মেটাতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আমিন এনে জমি মাপা হচ্ছিল। এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে শাহজাহান মিয়াকে তার ভাতিজারা মারধর করেন।

এ ঘটনায় অভিমানে বাড়িতে গিয়ে বিষপান করেন শাহজাহান মিয়া। তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন তাকে হবিগঞ্জের মাধবপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ বলেন, শাহজাহান মিয়ার স্ত্রীর দাবি, প্রতিপক্ষের লোকজন তার স্বামীকে মেরে ফেলেছেন। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।