Bangal Press
ঢাকাThursday , 16 May 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা কাল

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শুক্রবার অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এতে আসনপ্রতি অংশ নেবে প্রায় ৫ জন শিক্ষার্থী।
শুক্রবার (১৭ মে) সকাল ১১টায় শুরু করে বেলা ১২টায় পর্যন্ত চলে এ ভর্তি পরীক্ষা। বিজ্ঞান ইউনিটের অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ৬ হাজার ৫৫০টি আসনের বিপরীতে ৩২ হাজার ৮৫০ জন আবেদন করেছেন। সেই হিসেবে আসন প্রতি অংশ নিয়েছিলেন প্রায় ৫ জন ভর্তিচ্ছু। 
নির্দেশনা: পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার হলে প্রার্থীর সঙ্গে মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিকস ডিভাইস সংবলিত ঘড়ি ও কলম সঙ্গে আনা এবং ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পরীক্ষার হলে কোনো প্রার্থীর কাছে এরূপ কোনো প্রকার ডিভাইস পাওয়া গেলে তা পরীক্ষায় অসদুপায় বলে বিবেচিত হবে। পরীক্ষার দিন পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বেই পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করতে হবে।
কোনো প্রার্থী অন্যের ছবি/নম্বরপত্র ব্যবহার করলে অথবা অন্য যেকোনো অসদুপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কোনো রিপোর্ট থাকলে প্রার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। সেই সঙ্গে পরীক্ষার্থীদের অবশ্যই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানতে হবে। 
এর আগে গত ২১ মার্চ থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে চলতি শিক্ষাবর্ষের এই আবেদন। ভর্তি পরীক্ষার পাস নম্বর ন্যূনতম ৪০% অর্থাৎ ৪০ (চল্লিশ) নম্বর। যারা ৪০ এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। 
ইতোমধ্যে ১০ মে ও ১১ মে যথাক্রমে ঢাবি অধিভুক্ত রাজধানী সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া ফলাফলও প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, ঢাবি অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। 
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।