Bangal Press
ঢাকাFriday , 2 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-১০ আসনের এমপি ডা. আফছারুল আমীন মারা গেছেন

Link Copied!

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা. আফছারুল আমীন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২০২০ সালের শুরুর দিকে ডা. আফছারুলের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন তিনি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ক্যাম্পাসনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আফছারুল আমীন চট্টগ্রাম-১০ আসনে ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচন করেন। এর টানা পাঁচবার এ আসনে নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হন।

তিনি নৌপরিবহন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন প্রবীণ এ নেতা।

 
ইকবাল হোসেন/এএএইচ/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।