Bangal Press
ঢাকাThursday , 23 May 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

লজ্জার হারের পর নাসায় টাইগাররা

Link Copied!

সম্প্রতি ক্রিকেটবিশ্বে সবচেয়ে বড় আপসেটের সঙ্গী হয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশকে লজ্জার পরাজয়ের স্বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই জয়ে ইতিহাসও গড়েছে কুড়ি ওভারের বিশ্বকাপের নবম আসরের আয়োজকরা।
এদিকে বিরাট এক বিস্ময়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে চাপমুক্ত থাকার চেষ্টা করছে টাইগাররা। সিরিজে ফেরার ম্যাচের আগে বুধবার (২২ মে) ছুটির দিনে বেড়িয়েছিলেন তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিবরা।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা-নাসায় বেড়াতে গিয়ে নিজেদের দুঃখের স্মৃতি লাঘব করার চেষ্টা করেন তারা।
তাসকিন-সাকিবদের সঙ্গে দলের কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখও নাসার স্পেস সেন্টারে ঘুরতে গিয়েছিলেন। আর সেখানে ঘুরে দেখার সুযোগ পেয়ে বেশ খুশি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেখানে ঘুরে বেড়ানোর কিছু ছবি পোস্ট করেছেন তিনি।
পোস্টে মহসিনের ভাষ্য, ‘নাসায় ঘুরতে যাওয়ার সুযোগ পাওয়াটা দারুণ। কিছু ব্যর্থতা আপনাকে সংযত এবং অনুপ্রেরণা দিতে শেখাবে।’
এবার এই অনুপ্রেরণা টাইগারদের জন্য কোনো সুফল বয়ে আনে কিনা, তা-ই এখন দেখার বিষয়। সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে বৃহস্পতিবার (২৩ মে) ইউএসএ’র বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামবে বাংলাদেশ। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।