Bangal Press
ঢাকাFriday , 2 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

প্রিমিয়ারে উঠেই নেমে গেলো আজমপুর এফসি

Link Copied!

প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলের শীর্ষ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে উঠেও টিকে থাকতে পারলো না উত্তরার আজমপুর ফুটবল ক্লাব। শুক্রবার নিজেদের ১৭তম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করলে আবার চ্যাম্পিয়নশিপ লিগে ফিরে যাওয়া নিশ্চিত হয় তাদের।

চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়ে প্রিমিয়ারে উঠেছিল উত্তরার ক্লাবটি। চ্যাম্পিয়ন হয়ে উঠেছে ফর্টিস এফসি।

এখন পর্যন্ত খেলা ১৭ ম্যাচে গোলের মুখ দেখেনি আজমপুর ফুটবল ক্লাব। ১১ দলের লিগে একমাত্র জয় না পাওয়া ক্লাব তারাই। ১৭ ম্যাচ শেষে পয়েন্ট ৫। বাকি তিন ম্যাচ জিতলেও ১০ নম্বরে থাকা মুক্তিযোদ্ধার চেয়ে নিচে পড়ে থাকবে তারা।

প্রিমিয়ার লিগ থেকে দুটি দল নেমে যাবে। আজমপুরের পর দ্বিতীয় দল হিসেবে কারা নামে সেটাই দেখার। এখনো অবনমন ঠেকাতে মরিয়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম, রহমতগঞ্জ ও আরেক নবাগত ফর্টিস এফসি।

এ ম্যাচে আজমপুর জয়ের একটা সম্ভাবনা তৈরি করেছিল শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে লিড নিয়ে। ২২ মিনিটে রিচার্ডসের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে রাসেল ম্যাচে ফেরে প্রথমার্ধের ইনজুরি সময়ে দিদিয়েরের গোলে। ১৭ ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ২৩। ব্লুজরা আছে টেবিলের পঞ্চম স্থানে।

আরআই/এমএমআর/এএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।