Bangal Press
ঢাকাThursday , 23 May 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে সংবর্ধনা নেওয়ার সময় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

Link Copied!

নরসিংদীর মাধবদী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেটের সংবর্ধনা নেওয়ার সময় ভুয়া ম্যাজিস্ট্রেটের অভিযোগে জুয়েল হাসান (৩৫) নামে একজন আটক হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে কলেজে ৪১তম বিসিএসে নব-নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট হিসেবে সংবর্ধনা নেওয়ার সময় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক তাকে আটক করেন।
আটককৃত জুয়েল হাসান মাধবদীর নুরালাপুর ইউনিয়নের আলগির চর গ্রামের মো: আবু তালেবের ছেলে। তিনি মাধবদী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষার্থী। এ সময় মোবাইল কোর্ট বসিয়ে তাকে তিন মাসের সাজা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক। তিনি জানান, ওই কলেজের সভাপতি আমাদের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম স্যার। আজকে কলেজে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এ সময় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা দেওয়ার হয়। তারই ধারাবাহিকতায় জুয়েল হাসান ৪১তম বিসিএসে নবনিয়োগকৃত ম্যাজিস্ট্রেট হিসেবে সংবর্ধনা নিতে আসেন। এ সময় জুয়েলের ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পোর্টালে ৪১তম বিসিএস এর গ্যাজেটসহ সরেজমিন তদন্ত করি। এতে ভুয়া পরিচয় দানকারী জুয়েলের আসল পরিচয় উন্মোচিত হয়।
তিনি বলেন, ভুয়া ম্যাজিস্ট্রেট জুয়েল হাসান এর কাছে একটি ভুয়া আইডি কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সমৃদ্ধ ব্যাচ, একটি জাল গ্যাজেটের কপি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে বেশ কিছু সংখ্যক ভুয়া সিভি, বিভিন্ন হাসপাতালের ডাক্তারদের মোবাইল নাম্বারসহ লিস্ট, পাসপোর্ট এর কপি এবং ড্রাইভিং লাইসেন্স এর কপি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে মাধবদী থানার সহায়তায় আটক করা হয় এবং মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত সংশ্লিষ্ট আইনে তিন মাসের সাজা দিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।