Bangal Press
ঢাকাThursday , 23 May 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় বিএনপি নেতাকে কারণ দর্শানো নোটিশ

Link Copied!

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মতিয়ার রহমান খাঁনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল। ২১ মে জেলা বিএনপির আহ্বায়ক এ.টি.এম আকরাম হোসেন তালিম সাক্ষরিত একটি চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযোগ রয়েছে, বিএনপির এ নেতা ২৯ মে শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রায়হান উদ্দিন আকন শান্তর পক্ষে কাজ করছেন। আগামী ৭ দিনের মধ্যে তাকে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
চিঠি সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত হলেও দলীয় নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের আনারস প্রতীকের প্রার্থী মো. রায়হান উদ্দিন আকন শান্তর পক্ষে ভোট চাওয়া এবং দলীয় নেতা কর্মীদের প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি জেলা বিএনপির নজরে আসে।
এসব কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সন্তোষজনক জবাব নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক বরাবর লিখিতভাবে জানানোর নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে, মো. মতিয়ার রহমান খাঁনকে ফোন করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।