Bangal Press
ঢাকাFriday , 24 May 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে ইংরেজি বিভাগের আয়োজনে শুরু হয়েছে দু’দিনব্যাপী গবেষণা সম্মেলন 

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ক্রিটিক্যাল-এ্যাফেক্টিভ পেডাগজি ফর বাংলাদেশ: টিচিং ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, কালচারাল স্টাডিজ, অ্যান্ড কমিউনিকেশন অন ইংলিশ স্টাডিজ’ শীর্ষক জাতীয় গবেষণা সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (২৪ মে) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ে সিনেট হলে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, সম্মেলনে সারা দেশ থেকে স্কলার, শিক্ষক এবং পেশাজীবীরা একটি অর্থবহ সংলাপের জন্য একত্রিত হবেন। যেখানে একে অপরে ইংরেজি অধ্যয়নের ক্রিটিক্যাল এ্যাফেক্টিভ পেডাগজি’র আলোকে তাদের চিন্তা-ভাবনা বিনিময় করবেন। তিনি আমাদের পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের তথ্য সমৃদ্ধ, সহানুভূতিশীল এবং সামাজিকভাবে দায়িত্বশীল বিশ্ব নাগরিক গড়ে তোলার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের সভাপতি সাবেরা সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোহম্মদ রায়হান শরীফ প্রমুখ। 
সম্মেলনে একাধিক প্লেনারি সেশনে ৯৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে এবং অংশগ্রহণ করছেন ১২০ জন গবেষক। এছাড়া ৪ জন কিনোট স্পিকার, ৪ জন প্লেনারি স্পিকার তাদের বক্তব্য তুলে ধরবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর, এমফিল এবং পিএইচডির শিক্ষার্থীরা তাদের গবেষণা সারসংক্ষেপ তুল ধরবেন।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।