Bangal Press
ঢাকাSunday , 26 May 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় রেমালে আক্রান্ত হবে ঢাকা, জানালো আবহাওয়া অফিস

Link Copied!

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ রাতে ঢাকায় বৃষ্টি শুরু হবে। বৃষ্টির সঙ্গে বাতাস থাকবে, তবে সেটি খুব বেশি নয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। রোববার আবহাওয়া অধিদপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেন তিনি। 
আজিজুর রহমান বলেন, ‘রেমালের প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টি হবে। ঢাকাতেও আজ রাত থেকে বৃষ্টি শুরু হবে। বৃষ্টির সঙ্গে বাতাস থাকবে। তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, অত বেশি থাকবে না।’ 
এ দিকে রেমালের অগ্রভাগ এখন উপকূলে চলে এসেছেন বলে জানিয়েছেন আজিজুর রহমান। তিনি বলেন, ‘এটির অগ্রভাগ এখন বাংলাদেশ উপকূলে। এর কেন্দ্রভাগ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ভালোভাবে বোঝা যাবে। এটা আগামীকাল (সোমবার) আরও ভালোভাবে বোঝা যাবে।’ 
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি উত্তর দিকেই আগাচ্ছে। এর গতিবেগ ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এবার কোথাও কোথাও দমকা হাওয়া হিসেবে ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।’ 
ইতিমধ্যে কয়েকটি জায়গায় বাতাসের গতিবেগ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘পটুয়াখালীতে দুপুরে ৭২ কিলোমিটার গতিবেগ ও মোংলাতে ৫৭ কিলোমিটার রেকর্ড করা হয়।’ 
অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, ‘রেমালের কেন্দ্রস্থল ওপরে উঠে যাওয়ার পরেও, নিচের অংশ পার হতে হতে মধ্যরাত সময় লাগবে। দুপুরে অগ্রভাগ, সন্ধ্যায় কেন্দ্রভাগ ও রাতে নিম্নভাগ অতিক্রম করে ঝড় শেষ হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে।’ 
এ দিকে রোববার সকাল থেকেই উপকূলে ভারী বৃষ্টির কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। কিন্তু সেটি দুপুরের পর শুরু হয়। এর ব্যাখ্যা দিয়ে পরিচালক বলেন, ‘গতকাল রাতে এটি ৬ কিলোমিটার গতিতে এগিয়েছে। আর আজ সকালে ৭ কিলোমিটার। এর কারণে এটি স্থলে আসতে সময় নিয়েছে। তাই এর প্রভাব না থাকায়, বৃষ্টি শুরু হতে দেরি হয়েছে।’রার/সা.এ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।