রাজধানীর যাত্রাবাড়ী থানা সংলগ্ন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন (৪৮) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২ জুন) এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, শুক্রবার সকালে শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ কারবারি আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, গ্রেফতার আলমগীর তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তার মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএসএম/এমএএইচ/এএসএম