Bangal Press
ঢাকাTuesday , 28 May 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পৌনে ৫ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

Link Copied!

সিরাজগঞ্জে ৪ লাখ ৮১ হাজার ৬৭০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫৩ হাজার ৫৪২ শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ২৮ হাজার ১২৮ জন শিশুকে খাওয়া হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডা. রামপদ রায় এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১ জুন (শনিবার) জেলার ১৫টি স্থায়ী ও ২ হাজার ১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়াও শিশুদের টিকাদানের পাশাপাশি অভিভাবক এবং জনসাধারণের মাঝে পুষ্টি বার্তা প্রচার করা হবে। সাংবাদিক সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, হারুন-অর-রশিদ খান হাসান, ফেরদৌস রবিন, ইসরাইল হোসেন বাবু সহ সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।