Bangal Press
ঢাকাFriday , 2 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ফুটপাতের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করলো প্রাণ-আরএফএল

Link Copied!

বগুড়ায় ফুটপাতের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। আন্তর্জাতিক পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষকে সচেতন করতে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (২ জুন) শহরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়।

কর্মসূচি উপলক্ষে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্ক থেকে ‘পরিবেশ বাঁচলেই বাঁচবে পৃথিবী’ স্লোগানে একটি র্যালি বের করেন প্রাণ-আরএফএল গ্রুপের বগুড়ায় কর্মরত কর্মীরা।

এসময় তারা শহরের জলেশ্বরীতলা, জেলখানার মোড়, নবাববাড়ি সড়ক ও সাতমাথা এলাকা ঘুরে প্লাস্টিক বোতল, প্লাস্টিকের প্যাকেটসহ নানা ধরনের অপচনশীল ময়লা-আবর্জনা সংগ্রহ করেন।

প্রাণ-আরএফএল গ্রুপের কর্মীরা জানান, প্রতিদিন লাখো মানুষ বগুড়া শহরে নানা কাজে এসে প্লাস্টিক বর্জ্য ফেলে রেখে যান। সঙ্গে যোগ হয় স্থানীয়দের ব্যবহারিত বিভিন্ন পলিথিন বর্জ্য। অপচনশীল এসব প্লাস্টিক বর্জ্যের ভারে শহরের ড্রেনেজ ব্যবস্থা হুমকিতে পড়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এসব বর্জ্য সংগ্রহ করা হয়েছে।

প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং অ্যান্ড ইভেন্টস (বিপি) ফয়সাল বিন হাফিজ বলেন, আনন্দের সঙ্গে বগুড়ায় কর্মরত সবাই এ কাজে অংশ নিয়েছেন। পরিবেশ ঠিক রাখতে ময়লা-আবর্জনা যথাস্থানে ফেলা দরকার।

তিনি বলেন, শহরের বিভিন্ন স্থান থেকে আমরা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছি। এতে সাধারণ মানুষ সচেতন হবে।

এসআর/এএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।