Bangal Press
ঢাকাSaturday , 3 June 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত

Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২ জুন) রাত ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কবি শেখ ফজলুল করিম স্মৃতিকলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রফিকুল ইসলাম (৪০), মিজানুর রহমান (৩৫) ও মুন্নি বেগম (৪৫)। রফিকুল ইসলাম পাটগ্রাম উপজেলার বেলতলী (রহমতপাড়া) গ্রামের আব্দুল গফুরের ছেলে, মিজানুর রহমান একই উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে ও মুন্নি বেগম রংপুরের দর্শনা মোড়ের সুত্রাপুর গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের কবি শেখ ফজলুল করিম স্মৃতিকলম এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা নারীসহ আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মুন্নি বেগমের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রবিউল হাসান/আরএইচ/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।