Bangal Press
ঢাকাMonday , 10 June 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু 

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে রাতে মাছ ধরতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ওই কৃষকের নাম ঝন্টু মিয়া (৪০)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শিলবাড়ি এলাকার শামছুল হক এর ছেলে। রবিবার দিবাগত মধ্যে রাতে দুধকুমার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা।
মৃতের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, গত রাত ১২টার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় ঝন্টু মিয়া বাড়ির পাশে দুধকুমার নদে মাছ ধরতে যান। রাত শেষেও বাড়িতে না ফেরায় সকালে পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে নদীর ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরিবারের ধারণা রাতে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, আমি একটি মিটিং এ আছি। এ বিষয়ে কেউ কিছু জানায়নি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।
 শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।