Bangal Press
ঢাকাMonday , 10 June 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে জাতীয় বাজেট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘জাতীয় বাজেট পর্যালোচনা ২০২৪-২০২৫’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, গুরুত্বের উপর নির্ভর করে প্রস্তাবিত বাজেটে ব্যয়ের খাত এবং ব্যয়ের অর্থ নির্ধারণ করা উচিত। বাজেটে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার এবং এর অপচয় রোধে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।
এছাড়া, আমাদের মানবসম্পদকে দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরিত করে আন্তর্জাতিক বাজারে প্রেরণ করতে হবে। বিভিন্ন খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়ার পাশাপাশি শিক্ষা খাত ও জলবায়ু পরিবর্তন খাতে আরও বেশি বরাদ্দ দেয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন। 
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক মাসুদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. ফিরদৌসী নাহার কৃষি ও খাদ্য নিরাপত্তা খাত, অধ্যাপক ড. রুমানা হক স্বাস্থ্য খাত, অধ্যাপক ড. সায়মা হক বিদিশা শ্রমবাজার ও নারীর ক্ষমতায়ন এবং অধ্যাপক ড. সৈয়দ নঈমুল ওয়াদুদ গভার্নেন্স খাতে বরাদ্দকৃত বাজেট-এর উপর আলোচনা করেন। বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান অনুষ্ঠান পরিচালনা করেন।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।