Bangal Press
ঢাকাMonday , 10 June 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় নববধূর আত্মহত্যা

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় বিয়ের পর বাবার বাড়ি থেকে যৌতুক না দেয়ায় স্বামীর বাড়িতে উঠিয়ে না নেয়ায় নববধূ জাহিদা আক্তার (১৯) বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৯ জুন) রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকায়।
নিহতদের পরিবারের দাবী উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী এলাকার শাহাবুদ্দীনের ছেলে কিবরিয়ার সাথে গত ২৬ মে একই উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকার জয়নাল আবেদীনের মেয়ে জাহিদা আক্তারের বিয়ের পর যৌতুকের টাকা না দেওয়ায় বাড়িতে তোলেনি।
এ ঘটনায় লোক লজ্জায় জাহিদা বাবার বাড়িতে রোববার রাতে বিষ খেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পেয়ে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ভোর রাতে সে মারা যায়। এ ঘটনার পর থেকে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।