Bangal Press
ঢাকাTuesday , 11 June 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

তেজগাঁও কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

রাজধানীর তেজগাঁও কলেজে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে “রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী-২০২৪” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) দুপুর বারোটায় তেজগাঁও কলেজের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান প্রফেশনাল ভবনের প্রিন্সিপাল আবদুর রশীদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. উপল তালুকদার। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ।
সভাপতির বক্তব্যে তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে যে অবদান রেখে গেছেন সেটার চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। তাদের দর্শনকে জীবনের নানা ক্ষেত্রে অনুসরণ করতে হবে। তেজগাঁও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা যেন এই ব্যাপারে আগ্রহী হয় সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই আয়োজন।
এসময় বিশেষ অতিথি হিসেবে তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আঞ্জুমান আরাসহ আলোচনা সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।মুনতাসির/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।