Bangal Press
ঢাকাSunday , 16 June 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত

Link Copied!

লালমনিরহাটের ফকিরের তকেয়ায় ঢাকাগামী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ জুন) রাত ৯ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক মাজেদুল ইসলাম বাবু(৪০) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা গ্রামের আজিজুল হকের(পেশকার) ছেলে। আর নিহত আরোহী নিহত বাবুর স্ত্রী রোকসানা বেগম(৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ডিস ব্যবসায়ী বাবু ও তার স্ত্রী। বাবুর চালিত মোটরসাইকেলটি লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় পৌছালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ঢাকাগামী বাসের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাবু ও তার স্ত্রী রোকসানা নিহত হয়। স্থানীয়রা বাসটিকে আটকের চেষ্টা করলেও আটক করতে পারেনি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক সড়ক দূর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।