Bangal Press
ঢাকাWednesday , 19 June 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে ১২০০ জনের বেশি মানুষ

Link Copied!

পবিত্র ঈদুর আজহায় অতিরিক্ত খাবার খেয়ে পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অসুস্থ হয়ে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
গত ২৪ ঘণ্টায় শুধু পেশোয়ারে ৬১০ জন পাকস্থলী ও অন্ত্রের রোগে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খেয়েছেন বলে জানিয়েছেন লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম। এছাড়া ঈদের সময় দুর্ঘটনার শিকার হয়েছে আরও প্রায় ৫০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে পাঞ্জাব প্রদেশের ছয়টি বড় হাসপাতালে ঈদের ছুটির সময় ২ হাজার ২০০ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৮০ জন পরিপাক তন্ত্রের সমস্যা, ডায়রিয়া এবং পেটের ব্যথা নিয়ে এসেছিলেন।
লাহোরের জিন্নাহ হাসপাতালে ১৩০ জন এবং সার্ভিসেস হাসপাতাল, গঙ্গা রাম ও মায়ো হাসপাতালে ১০০ জন করে রোগী চিকিৎসা নিয়েছেন। 
ঈদের সময় পরিমাণমত গোস্ত খেতে এবং অতিরিক্ত খাবার না খেতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।রার/সা.এ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।