Bangal Press
ঢাকাFriday , 21 June 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

গাজীপুরে গরু জবাইকে কেন্দ্র করে মসজিদের ইমাম কে লাঞ্ছিত করার সংবাদ সংগ্রহকালে ডি বিসি নিউজের গাজীপুর প্রতিনিধি মাহমুদা সিকদার ও তার সহকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আয়োজনে শুক্রবার (২১ জুন) বিকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে গাজীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অর্ধশত সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা কেন জবাব চাই, অনতিবিলম্বে ভাংগাহাটি বায়তুল নূর মসজিদের সভাপতি হামলাকারী কফিল ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর ক্লাবের সাবেক সভাপতি এটিএন পাতা ২৪ও এটিএন বাংলার গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক আলমগীর ইসলাম, পাতা ২৪২৪ টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম,দৈনিক খোলা কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার তানজেরুল ইসলাম,নাগরিক টিভির গাজীপুর প্রতিনিধি আল আমিন,যুগান্তরের পুবাইল প্রতিনিধি শান্ত ইসলাম,দৈনিক যায়যায়দিন পত্রিকার সদর প্রতিনিধি আইয়ুব খান,দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার সদর প্রতিনিধি উবায়দুল ইসলাম,দৈনিক খোলা কাগজ সদর প্রতিনিধি আরিফ খান,বিডি২৪লাইভ গাজীপুর প্রতিনিধি রাসেল শেখ,দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার সদর প্রতিনিধি রোকনুজ্জামান খানসহ গাজীপুরে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।