Bangal Press
ঢাকাSaturday , 22 June 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক: মির্জা ফখরুল

Link Copied!

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ জুন) খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান মির্জা ফখরুল। সেখান থেকে বের হয়ে এমনটা মন্তব্য করেন তিনি। 
মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না। সন্ধ্যায় চিকিৎসকরা বোর্ড মিটিং করবেন। বোর্ড মিটিং করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এসময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে শুক্রবার দিবাগত রাত ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন।
এর আগে সর্বশেষ গত ১ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। জরুরি কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য একদিন হাসপাতালে থাকার পর তাকে আবারও বাসায় নেয়া হয়।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।রার/সা.এ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।