Bangal Press
ঢাকাSunday , 23 June 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

৪৫ দিনের ছুটি নিয়ে ৫ বছর ধরে বিদ‍্যালয়ে অনুপস্থিত  শিক্ষিকা

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা দেড় মাসের ছুটি নিয়ে ৫ বছর ধরে বিদ‍্যালয়ে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই  সহকারী শিক্ষিকা নিয়ম নীতির তোয়াক্কা না করে অনুমতি ছাড়াই বিদেশে স্বামীর সাথে অবস্থান করছেন বলে জানা গেছে। সেই শিক্ষিকার নাম মাহফুজা খাতুন। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষিকা।
সংশ্লিষ্ট  বিদ‍্যালয়ের পরিচালনা কমিটির অভিযোগ বিষয়টি শিক্ষা অফিসে মৌখিকভাবে একাধিকবার বলা হলেও কোন কাজ হয়নি। অপরদিকে কর্তৃপক্ষ বলছেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেয়া হবে।
ভূরুঙ্গামারী উপজেলার শিক্ষা অফিস সূত্রে জানা গেছে উপজেলার দক্ষিণ তিলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহফুজা খাতুন ২০১৯ সাল থেকে তার স্বামী সন্তান নিয়ে মরক্কোতে অবস্থান করছেন। তিনি ২০১৯ সালের ১৫ জুন থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। 
নির্ভরযোগ‍্য একটি সূত্রমতে মাহফুজা খাতুনের স্বামী আব্দুল আজিজ সরকারি চাকুরির সুবাদে তিনি মরোক্বতে কর্মরত আছেন। স্বামীর সাথে শিক্ষিকা মাহফুজা খাতুন দীর্ঘদিন থেকেই সেখানেই আছেন।
দক্ষিণ তিলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি  আব্দুস সামাদ প্রামাণিক ও বর্তমান সভাপতি খয়বর আলী বলেন, আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষিকা পাঁচ বছর যাবৎ অনুপস্থিত। তার স্বামী সরকারি  চাকুরির কারণে মরোক্বতে কর্মরত থাকায় ওই শিক্ষিকা স্বামীর সাথে সেখানেই অবস্থান করছেন বলে জানতে পেরেছি। বিষয়টি কর্তৃপক্ষকে মৌখিকভাবে অসংখ্য বার বলার পরেও কোন কাজ হয়নি। পদ ধরে রাখার জন্য অন্য কোন শিক্ষকও এই বিদ‍্যালয়ে বদলি হয়ে আসতে পারছেন না। শিক্ষিকা সংকটের কারণে বিদ‍্যালয়ে পাঠদান ব‍্যহত হচ্ছে। 
দক্ষিণ তিলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা(চ:দা:) আমিনুল ইসলাম বলেন,সহকারী শিক্ষিকা মাহফুজা খাতুন ২০১৯ সালে মাতৃত্বকালীন ছুটি নিয়েছিল। এরপর একই বছর বিদেশ গমনের জন্য ৪৫ দিনের ছুটি নেয়। সেই থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তবে সে বেতন পাচ্ছে  কি না এবং তার বিরুদ্ধে প্রশাসনিক কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা আমি অফিসিয়াল ভাবে জানিনা?
এ বিষয়ে দক্ষিণ তিলাই সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষিকা মাহফুজা খাতুনের সাথে তার ম‍েসেন্জারে একাধিকবার ম‍্যাসেজ দিলেও তিনি ম্যাসেজ দেখলেও কোন জবাব দেননি।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার বলেন, সহকারী শিক্ষিকা মাহফুজা খাতুনের অনুপস্থিতির দিন থেকে বেতন বন্ধ আছে এবং তাকে চাকরিচ্যুত করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।